
শুভদীপ বর্মন ,আলিপুরদুয়ার:
শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছিল পঞ্চায়েত নির্বাচন।বুথে বুথে লম্বা লাইন।ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে বাংলার মানুষকে। সেই চিত্রই দেখা গেছে আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব আলিপুরদুয়ার ১নম্বর ব্লকের দমনপুর নিম্ন বুনিয়াদ প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ।ভোট দেওয়ার জন্য এক হাঁটু জলে দাড়িয়ে থাকতে দেখা গেল ভোটারদের।এখানে ১২/১৬২,১২/১৬৩ নম্বর বুথ রয়েছে।ভোটার ২০০০জন।সকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বুথে জল জমে যায়।অগত্যা ভোট শুরু হতেই হাঁটু জলে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিতে হয় তাদের। এই নিয়ে স্থানীয় ভোটাররা ক্ষোভ প্রকাশ করলেও আনা হয়নি পাম্প।ফলে জলেই দাঁড়িয়েই ভোট দিতে হয় তাদের ।