
প্রদীপ মাহাতো,পুরুলিয়া : ভোটের আগে জল সঙ্কট দূর করতে বসানো হয়েছিল জলের ট্যাঙ্ক। তবে ভোট মিটতেই বন্ধ জলের ট্যাঙ্ক, অভিযোগ গ্রামবাসীর। ঘটনাটি পুরুলিয়া জেলার মানবাজার ঝাড়বাগদা গ্রামের। স্থানীয়দের দাবি,ভোট আসে ভোট যায়,তবে সাধারণ মানুষের সমস্যা থেকেই যায়। স্থানীয় সূত্রে জানা গেছে,গত ২৫ শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ছিল মানবাজারে। সেইদিনই পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেছিলেন ঝাড়বাগদা গ্রামবাসী। আর তারপরেই জলের সঙ্কট দূর করার জন্য ব্যবস্থা করা হয়েছিল জলের ট্যাঙ্কের। তবে ভোট পেরোতে পানীয় জলের সমস্যা আবারও বেড়ে যায়। পানীয় জলের সমস্যার অভিযোগ তুলে শনিবার মানবাজার – বরাবাজার রাজ্য সড়কের উপর মানবাজার কলেজ মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। এলাকাবাসীর বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার থানার পুলিশ । পুলিশকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। এর পাশাপাশি বিডিওকে ঘটনাস্থলে আসার জন্য চাপ দিতে থাকেন তারা। অবশেষে প্রায় দু’ঘণ্টা পর জনসাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী।