
অনুসূয়া সিনহা, দুর্গাপুর : সোমবার বাংলাদেশ ছেড়েছেন মুজিবকন্যা শেখ হাসিনা । আপাতত ভারত এক গোপন ঠিকানায় রয়েছেন তিনি। বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে হাসিনার প্রশংসায় পঞ্চমুখ বঙ্গ বিজেপির প্রক্তন সভাপতি দিলীপ ঘোষ।
যারা সমাজ বিরোধী হুলিগানস তাঁরা কোন দলের নয়। না হলে তারা কি করে সংসদ ভবন লুট করতে পারে, প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে, সেগুলো তো সব দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএএ পাস হওয়ার পর আগুন জ্বালিয়েছিল, বাড়ি ঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। দুর্গাপুরের এক চা চক্রে যোগ দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ খুলেন বাংলাদেশ ইস্যুতে। তাঁর দাবি বাংলাদেশের প্রক্তন প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। সিএ নিয়ে এই বাংলার অশান্তির সঙ্গে বর্তমান বাংলাদেশ তুলনা করেন তিনি।