
শুভদীপ বর্মন, আলিপুরদুয়ার: শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় অশান্ত হয় পরিস্থিতি। ভোটের একেবারে শেষ পর্যায়ে আলিপুরদুয়ারের ভোলার ডাবরি তে দুটি বুথে গুলি চলে বলে অভিযোগ। এ ঘটনায় অভিযোগের তীর তৃণমূল নেতা রনি মল্লিকের দিকে।
শনিবার ভোট চলাকালীন দমনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ১২/১৬৩ ও ১২/১৬৪ বুথে রনি মল্লিক সমর্থকদের নিয়ে ঢুকে ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ। এরপর ৫ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আতঙ্কে সেসময় বন্ধ হয়ে যায় ভোট। বর্তমানে রনি মল্লিকের গ্রেফতারের দাবিতে আলিপুরদুয়ারে পথ অবরোধ করে বামেরা। ঘটনাস্থলে রয়েছে আলিপুরদুয়ার থানার পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হবে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বাম কর্মী সমর্থকরা।