
জয়া মির্জা,মুর্শিদাবাদঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের হিংসার বলি আরও ১। ভোটের দিন ধারাল অস্ত্রের কোপে জখম মুর্শিদাবাদের সিপিএম সমর্থকের মৃত্যু হল রবিবার। মৃতের নাম রিন্টু শেখ। বয়স ৪২ বছর। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। কলকাতার এনআরএস হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত রিন্টু শেখের পরিবারের দাবি, গত ৮ জুলাই অর্থাৎ ভোটের দিন স্থানীয় বুথে ছাপ্পা চলছিল। অভিযোগ, প্রতিরোধ করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হামলার শিকার হন রিন্টু। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে অঘাত করে তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হন রিন্টু। প্রথমে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাথায় অস্ত্রোপচারও করা হয়। রবিবার বেলা দেড়টা নাগাদ মারা যান তিনি।
পরিবারের আরও দাবি, রিন্টুর মাথা ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অভিযোগ, যারা এই ঘটনায় যুক্ত পুলিশ এখনও তাদের কাউকে গ্রেফতার করেনি। পরিবারের সদস্যরা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এবার রিন্টু শেখের হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবি জানাল তাঁর পরিবার।