
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ‘কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ? আজ আছে, কাল চলে যাবে। নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্তই কেন্দ্রীয় বাহিনী থাকবে। তারপর কেন্দ্রীয় বাহিনী নয়, তৃণমূলই থাকবে পশ্চিমবঙ্গে।’পঞ্চায়েত নির্বাচনের চারদিন আগে ভোট প্রচারে গিয়ে এমনই বেফাঁস মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশে প্রচারে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। পঞ্চায়েত নির্বাচনে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে অর্ধেক রাজ্য পুলিশ ও অর্ধেক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের, সে প্রসঙ্গে “কালার ফুল” মদনের মন্তব্য, ‘কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ? আজ আছে, কাল চলে যাবে। নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্তই কেন্দ্রীয় বাহিনী থাকবে। তারপর কেন্দ্রীয় বাহিনী নয়, তৃণমূলই থাকবে পশ্চিমবঙ্গে।’
ইঙ্গিতপূর্ণভাবে মদন আরও বলেন, ‘আমাদের ভোটাররা শর্টকাটে পৌছে যাবে ভোট কেন্দ্রে৷ গণ্ডগোল হলে কেন্দ্রীয় বাহিনী পাঁচ মিনিটের রাস্তা অন্য পথ ঘুরে দুই ঘন্টা বাদে যাবে।‘ তৃণমূল বিধায়কের মন্তব্যে নিয়ে শোরগোল পরে গেছে রাজনীতিতে।