
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ। রবিবার রাতে রানিনগরের ডেপুটিপাড়ায় কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বোমাবাজিতে আহত দু’জন।
অভিযোগ, তৃণমূল কর্মীরাই কংগ্রেস সমর্থকের বাড়ি লক্ষ্য করে রবিবার রাতে বোমাবাজি চালায়। কংগ্রেসের অভিযোগ গুলিও চলায় তৃণমূল কর্মীরা। ঘটনায় কংগ্রেস কর্মী রেন্টু শেখ জখম হয়েছে। তাঁর হাত ও পা গুরুতরভাবে জখম হয়েছে।
তৃণমূলের অভিযোগ, কংগ্রেস কর্মী রেন্টু শেখ বোমা নিয়ে দৌড়নোর সময় তা ফেটে যায়। তাতে জখম হয়েছেন রেন্টু। তৃণমূল নেতৃত্বের দাবি, কংগ্রেসের কর্মীরাই বোমাবাজি করেছে। আততারি মণ্ডল নামে এক তৃণমূল কর্মী যখম বলে শাসক দলের দাবি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখমদের রানিনগরের গোধনপাড়া ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছে। তার মধ্যে কংগ্রেস সমর্থক রেন্টু শেখের অবস্থা শোচনীয়। সোমবার সকলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে, বলে সূত্রের খবর।