
সোমনাথ মুখোপাধ্যায়,ওঙ্কার বাংলাঃ আপনি সুরাপ্রেমী! আপনি মদ্যপায়ী! তা হলে এ খবর আপনার কাছে মোটেই সুখবর নয়। আপনাদের জন্য দুঃসংবাদ বঙ্গের জেলায় জেলায় ৫দিন বন্ধ মদের দোকান। হোটেল রির্সোট তো দূরের কথা, পানশালায়ও মিলবে না মদ। এমনটাই নির্দেশ জারি করেছে রাজ্য আবগারি দফতর। পঞ্চায়েত নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকেই, নির্বাচনী এলাকায় বন্ধ মদের দোকান।
রাজ্য আবগারি দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ জুলাই বিকাল ৫টা থেকে ৮ জুলাই বিকাল ৫টা পর্যন্ত পঞ্চায়েত এলাকায় বন্ধ থাকবে মদের দোকান এবং পানশালা। আবার ১১ জুলাই ভোট গণনা এবং ফল ঘোষণার দিনও বন্ধ রাখতে হবে মদের দোকান এবং পানশালা গুলি। নির্দেশিকায় আরও বলা হয়েছে ১০ জুলাই যদি কোনও জায়গাতে পঞ্চায়েতের উপনির্বাচন হয় তবে সে দিনও সেখানে বন্ধ থাকবে মদের দোকান এবং পানশালা।
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানে নির্বাচন বিধিতে উল্লেখ করা আছে, কোনও নির্বাচনের সময় সেই এলাকার দোকান এবং পানশালা গুলি বন্ধ রাখতে হবে। কারণ ভোটারদের মদ খাইয়ে প্রভাবিত করতে পারে কেউ বা কারা। উল্লেখ্য, আগামী শনিবার ৮ জুলাই রাজ্যের ২২টি জেলায় পঞ্চায়েত নির্বাচন। তাই পঞ্চায়েত এলাকা গুলতে বন্ধ থাকবে মদের দোকান।