
নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হল। সাংবাদিক বৈঠকে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, গত বছরের তুলনায় বেড়েছে পাশের হার।চলতি বছরে মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ। প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৬৯৩। দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। সে পেয়েছে ৬৯২। তৃতীয় স্থানে রয়েছেন তিন জন। প্রথম দশে রয়েছেন এ বার ৫৭ জন পড়ুয়া।
প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। এ বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা। তার পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।