
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলার পঞ্চায়েত নির্বাচনের অশান্তি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর রাজভবন সূত্রে।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বাংলার বিভিন্ন জেলায় চলছে অশান্তি। প্রাণ গিয়েছে বহু। অশান্তির ঘটনায় সরব হতে দেখা গিয়েছে রাজ্যপালকে। নিজে ছুটে গিয়েছেন অশান্তিপ্রবণ এলাকায়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভোটের দিন শনিবার সকালেও বিভিন্ন এলাকায় ঘুরেছেন তিনি। তারপরেও ভোটের দিন রাজ্যে প্রাণ গিয়েছে ১৯ জনের। নির্বাচনের পরও রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তি চলছে। দফায়-দফায় বোমাবাজি, গুলিবৃষ্টি অব্যাহত। সব অশান্তির রিপোর্ট তৈরি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে। স্বরাষ্ট্রমন্ত্রকে সেই রিপোর্টই তিনি দিতে চলেছেন বলে রাজনৈতিক মহলের ধারনা।