
ওঙ্কার ডেস্ক – মাঘেও শীতের দেখা পাওয়া গেল না রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার বাঁধায় ঠান্ডার আমেজ উপভোগ করতে পারেনি বঙ্গবাসী। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উল্টে রাজ্যের সর্বত্র আগামী দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে বলেই খবর। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেই খবর হাওয়া অফিসের। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।