
ওঙ্কার ডেস্কঃ মাঘের শুরুতেও জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারেনি রাজ্যবাসী। বার বার পশ্চিমী ঝঞ্ঝার বাঁধায় আটকে ছিল উত্তরে হাওয়া। ২-৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায় রাজ্যজুড়ে। তবে আগামী ২৪ ঘণ্টায় নামতে পারে পারদ, বাংলায় জাঁকিয়ে শীতের আমেজ পাওয়া যাবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিল ঘন কুয়াশার দাপট। বেড়ে গিয়েছিল তাপমাত্রা। শনিবার তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বদল ঘটবে। আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাব কেটে যাবে বলে খবর হাওয়া অফিসের। অন্যদিকে উত্তরবঙ্গে ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস। অন্য জেলাগুলিতে রয়েছে কুয়াশার সতর্কতা। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গেও ২৪ ঘণ্টা পর ৩-৪ ডিগ্রি তাপমাত্রা পতন হবে।
কলকাতা সহ ৭ জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল থেকে ফের বদল হবে আবহাওয়ার।