
ওঙ্কার ডেস্ক : শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। মৌসম ভবন সূত্রে খবর আগামী রবিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের সুন্দরবন সংলগ্ন এলাকায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। তবে তা কোন নির্দিষ্ট জায়গা দিয়ে যাবে এবং কোন সময় আছড়ে পড়বে তা স্পষ্ট করে জানানো হয়নি। তবে রেমালের প্রভাবে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে দুর্যোগে পূর্বাভাস। রবিবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও উত্তর ২৪ পরগনাতে এদিন ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার এবং কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, এই ঘূর্ণিঝড়টি মূলত বাংলাদেশেই অবস্থান করবে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গা ঘেঁষে এই ঘূর্ণিঝড় ঢুকে যাবে বাংলাদেশে। এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের খুলনা এবং বরিশালে।