
ওঙ্কার ডেস্ক: কনকনে ঠান্ডার মধ্যেও ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহের শুক্র ও শনিবার আকাশ মেঘলা থাকতে পারে, সপ্তাহের শেষে দক্ষিণের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । উত্তরের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টি হতে পারে। এর ফলে রাজ্যে আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিকে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।
সোমবারের তুলনায় মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা বেড়েছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। অনদিকে গত সোমবার ওড়িশার সুন্দরগড় এলাকার কৈদা অঞ্চলে হালকা তুষারপাত হয়েছে বলে জানা গেছে। আগেই ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) তীব্র শৈত্যপ্রবাহের সংকেত দিয়ে এলাকার জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছিল। শীতের সময় এই তুষারপাত দেখার জন্যই ভিড় করেন বহু পর্যটক।