
শেখ চিকু,ওঙ্কারঃ কলকাতার মুকুটে নয়া পালক। সর্বকালীন রেকর্ড গরম তিলত্তমায়। মঙ্গলবার দুপুরে তাপমাত্রা পৌঁছে গেল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস সূত্রে খবর, সূর্য তেজ থেকে মুক্তি নেই এখুনি। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা সহ বাংলার একাধিক জেলায়। এমনকি তাপপ্রবাহের পাহাড়ি রাজ্য সিকিমের কিছু অংশে।
চলতি বছরের এপ্রিলের শুরু থেকেই দাবদাহ চলছে বঙ্গে। মঙ্গলবার ভাঙল গত সাত দশকের রেকর্ড। মঙ্গলবার দুপুরে তাপমাত্রা পৌঁছে গেল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ১৯৫৪ সালের এপ্রিল মাসে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, সূর্য তেজ থেকে মুক্তি নেই এখুনি। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা সহ বাংলার একাধিক জেলায়।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে রবিবার হতে পারে ঝড়বৃষ্টি। আবহাওয়া বিভাগের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন উষ্ণ পশ্চিমি হাওয়া বাংলার আকাশ বাতাস। প্রতি সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। তবে এই সপ্তাহে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের রবিবার বজ্রবিদ্যু্ৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তবে এই বৃষ্টিতে কলকাতা শহরবাসী স্বস্তি পাবে কী না এব্য পারে স্পষ্ট করেনি হাওয়া অফিস। এদিকে মৌসম ভবন জানিয়েছে পূর্ব ভারতে তাপপ্রবাহের দাপট দু’তিন দিন ধরে যেমন চলবে, আবার দক্ষিণ ভারতে এই পরিস্থিতি জারি থাকবে আগামী পাঁচ দিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে ১ মে পর্যন্ত, আবার কোথাও কোথাও ২ মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। অন্য দিকে, রায়লসীমা, অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে ৩ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে। সিকিমের কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।