
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলা: গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ব্যারেজের ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই আবহে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
দিনপঞ্জিকা বলছে বিদায় নিয়েছে ভাদ্র মাস। কিন্তু ভাদ্রের পচা গরমে ঘামছে বঙ্গবাসী। সঙ্গে গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ব্যারেজের ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই আবহে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা কথা জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। উত্তর আন্দামান সাগরে শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপে পরিণত হবে সোমবার নাগাদ। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এর প্রভাবে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে।
রবিবার কলকাতা, হাওড়া হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা। সোমবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বাকি এলাকায় বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার আকাশ। রবি ও সোমবার ভারী বৃষ্টি হবে ওড়িশাতে। শনি ও রবিবার ভারী বৃষ্টি হবে অসম, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে।