
তামসী রায় প্রধানঃ উধাও হচ্ছে শীত! তাপমাত্রার পারদ বাড়ল প্রায় তিন ডিগ্রি। বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার দক্ষিণবঙ্গের। বিভিন্ন জেলায় সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন সকাল থেকে বৃষ্টির পাশাপাশি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে রয়েছে।
এর মধ্যেই ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। হাড়কাঁপানো ঠান্ডার সেই রেষ আবার উধাওয়ের পথে। বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা এক ধাক্কায় পারদ বাড়ল প্রায় তিন ডিগ্রি। বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে।