
ওঙ্কার ডেস্ক – সরস্বতী পুজোয়ও চেনা শীতের দেখা মিলল না। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়েনি চলতি বছরে। তবে সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে আগামী দুদিনে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি।
হাওয়া অফিস সূত্রে খবর, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই বিদায় নেবে শীত। ক্যালেন্ডার অনুযায়ী শীত এক্কেবারে চলে যাবার আগে আর পিছন ফিরে দেখছে না এবার, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় আগামী কয়েক দিন কুয়াশা জমবে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা বিশেষ কিছু পরিবর্তন হবে না। তবে উত্তরবঙ্গে কুয়াশা বাড়বে বলে জানানো হয়েছে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দুই বঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুদিনে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই।