
ওঙ্কার ডেস্কঃ শীতের আমেজ শুরু হতে না হতেই জাঁকিয়ে শীতে বাঁধা পশ্চিমি ঝঞ্ঝার। হালকা শীতের আমেজ থাকলেও চলতি সপ্তাহে পারদ আরও ঊর্ধ্বমুখী হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তবে দার্জিলিঙের পার্বত্য এলাকায় শুক্রবার হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।