
ওঙ্কার ডেস্ক:বছর শেষ হতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে দেখা মেলেনি শীতের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন রাতের তাপমাত্রার কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। মূলত উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলেই শীতল হাওয়া উপভোগ করতে পারছে না বঙ্গবাসী বলে জানিয়েছে হাওয়া অফিস । জানা গেছে ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া, যার জেরে আগামী চারদিন আবহাওয়া হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অবশ্য তার পর থেকে নামতে পারে উষ্ণতার পারদ। মঙ্গলবার থেকে দক্ষিণের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তারমধ্যে রয়েছে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। কিছু জেলায় ইতিমধ্যে কুয়াশার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বড়দিনে দার্জিলিং এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি তুষারপাতও হতে পারে।সোমবার দার্জিলিংয়ে রাতে তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়া। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। মাঘের শীত বাঘের গায়ে লাগা তো দুরের কথা , নতুন বছরেও ঠাণ্ডা উপভোগ করতে পারবেনা বাঙালি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।