
ওঙ্কার ডেস্ক: বৃষ্টির ফলে রাত ও দিনের আপাতত তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বেশ খানিকটা পারদ উত্থান। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্র- শনিবার উত্তরবঙ্গের দু-তিন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বুধবার থেকে লক্ষ্যনীয় পারদ উত্থান। সপ্তাহের শেষেই ফিরছে গরম। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। চলতি সপ্তাহেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে তাপমাত্রা বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪-৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে, উত্তরবঙ্গেও ঊর্ধ্বমুখী হবে পারদ। ৩ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবারের মধ্যে এই তাপমাত্রা পরিবর্তনের পর ২-৩ দিন একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতায় আরও ৪৮ ঘণ্টা সকালে সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে বাড়বে গরম। বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটা বাড়বে। আগামী ৩ দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতায়।