
ওঙ্কার ডেস্ক- ‘কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে’ তবে তেমন শীত পড়েনি এবছর। কিন্তু শীত যাই যাই করেও শীতের হালকা আমেজ এখনও পর্যন্ত বজায় রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে পারদ পতন হওয়ায় আবার কিছুটা শীতের আমেজ উপভোগ করলো বঙ্গবাসী।
রবিবার ফেব্রুয়ারির শীতলতম ভোরের সাক্ষী রইল কলকাতা। একধাক্কায় ৪ ডিগ্রি পারদ পতন হয়েছে। জেলায় ঠাণ্ডার অনুভুতি আরও বেশি। রাজ্যের বিভিন্ন জেলা আগামী কয়েক দিন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে আগামী দু’দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। তবে মঙ্গলবার থেকে পারদ চড়তে শুরু করবে। পরবর্তী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মাঘের শেষেই শীত বিদায় নিতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।