
ওঙ্কার ডেস্কঃ মাঘ মাসেও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি পশ্চিমবঙ্গে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আর জাঁকিয়ে শীত পড়বে না রাজ্যে। তবে গত ২ দিনে তাপমত্রা কমেছিল ৩ ডিগ্রি। ঠাণ্ডার আমেজ অনেকটাই উপভোগ করেছে বঙ্গবাসী। সঙ্গে ছিল কুয়াশার দাপট । আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা আবারও কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
২৬ জানুয়ারি থেকে কলকাতাসহ রাজ্যের অন্যান্য জেলাতে তাপমত্রা অনেকটাই কমেছে। তবে আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু অংশে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাতে সকালের দিকে থাকবে কুয়াশার দাপট। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। কলকাতা-সহ অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সরস্বতী পুজোয় কলকাতার পারদ ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।