
ওঙ্কার ডেস্ক: চৈত্রেই জৈষ্ঠ্যর অনুভূতি! সকাল থেকেই রোদের তাপ। বেলা বাড়ার সাথে গরম হাওয়া রীতিমতো গায়ে জ্বালা ধরাচ্ছে! ঈদেও পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের ৪ জেলায়। তবে ঈদের পরদিন থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে।
রবিবারও দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে আগামী ২৪ ঘন্টায়েও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। ঈদেও তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামী চার-পাঁচদিনে তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই।
ঈদের দিন কলকাতার তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে। গরমের অনুভূতি বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে এই মারাত্মক গরম চলবেই।