
ওঙ্কার ডেস্কঃ রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত। আগামী ৩ দিনে আরও তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী সপ্তাহে আবহাওয়ার বিশেষ পরিবর্তন নেই। সরস্বতী পুজোতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকবে। সরস্বতী পুজোর সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী ৩ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। তাই জাঁকিয়ে শীত আর পড়বে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী দু’দিনে দিনের তাপমাত্রা ২৬ থেকে বেড়ে ২৯ ডিগ্রি হতে পারে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শীত বিদায় নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় থাকবে ঘন কুয়াশার দাপট। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গেই কমবে কুয়াশা। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দু’জেলায় দার্জিলিং ও কালিম্পঙে তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ও ২১ ডিগ্রি সেলসিয়াস।