
ওঙ্কার ডেস্ক – মাঘের শেষে শীতের হালকা আমেজ পেতে না পেতেই ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস জানিয়ে দিল হাওয়া অফিস। ভোরে হালকা ঠান্ডার আমেজ থাকলেও, বেলার দিকে পুরোপুরি উধাও শীত। বরং চড়া রোদে ফেব্রুয়ারিতেই বাড়ছে অস্বস্তি। চলতি সপ্তাহে আরও ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা।কলকাতাসহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা কুয়াশার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বলেই খবর হাওয়া অফিসের। অন্যদিকে, আগামী সাতদিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গে।তবে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদাতে কুয়াশার দাপট থাকবে।
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই। ফের আগামী তিনদিন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।