
ওঙ্কার ডেস্কঃ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও থাকবে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। সরস্বতী পুজোর আগে আরও বাড়তে চলেছে তাপমাত্রা। বইছে জোলো গরম হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ দিন তাপমাত্রা একই থাকবে, বিশেষ কোনও পরিবর্তন হবেনা।
হালকা শীতের আমেজ পাওয়া গেলেও জাঁকিয়ে আর শীত পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে কুয়াশার সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও নদিয়াতে থাকবে ঘন কুয়াশা। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে দু’জেলায় দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।