
ওঙ্কার বাংলা: সপ্তাহান্তে অর্থাৎ মার্চের শুরুতেই আরও বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ৩ থেকে ৪ ডিগ্রি পারদ চড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, বৃহস্পতিবার থেক উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ফের বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার বৃষ্টির বেগ বেশি হবে বলেই জানা যাচ্ছে। এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলায়।
দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে বলেই খবর হাওয়া অফিসের। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর ক্রমশ তাপমাত্রা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায়। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
কলকাতা আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা শুক্রবার পর্যন্ত বিশেষ কোনও বদল নেই। শনিবার থেকে পারদ চড়বে। মঙ্গলবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ বৃদ্ধির পূর্বাভাস।