
ওঙ্কার ডেস্ক- শীত প্রায় শেষের পথে। পাকাপাকিভাবে শীত বিদায়ের আগে আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই। তবে শুক্রবার থেকে কিছুটা পারদ নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে দক্ষিণের কিছু জেলায় রয়েছে কুয়াশার সতর্কতা ও উত্তরের কয়েক জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশার দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আংশিক মেঘলা আকাশ, বেলায় আকাশ পরিষ্কার থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিন দার্জিলিং এবং কালিম্পংএ বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিংয়ে হালকা তুষারপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী সপ্তাহেই কলকাতা ও সংলগ্ন শহরে শীতের বিদায়।কলকাতায় কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকবে। বুধবার ও বৃহস্পতিবার সকালে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে। শীতের আমেজ কার্যত উধাও শহরে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।