
ওঙ্কার ডেস্ক: মার্চের শুরু থেকেই পারদ চড়া। তবে ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস আলপুর আবহাওয়া দফতরের। আপাতত সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা। রবিবার ৪১ ডিগ্রি ছুঁতে পারে বাঁকুড়ার তাপমাত্রা। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়াতে। সোমবারেও বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-বর্ধমান ও বীরভূম জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি উঠতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। ওই ২ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।
বুধবার থেকে ধীরে ধীরে দেখা যাবে আবহাওয়ার পরিবর্তন। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দু’দিনই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।