
ওঙ্কার ডেস্ক- রাজ্যে বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় শীতের হালকা আমেজ থাকবে সঙ্গে আংশিক মেঘলা আকাশ। শনিবারও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসও বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে বলেই খবর হাওয়া অফিসের। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। তবে টানা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী ৫ দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবারও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলাতে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারও কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এর উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার পর্যন্ত। সিকিম, দার্জিলিং ও কালিম্পং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরের কয়েক জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।