
ওঙ্কার ডেস্ক- পশ্চিমি ঝঞ্ঝার দাপটে এবছর জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করেতে পারেনি রাজ্যবাসী। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ফের নামবে পারদ। রবিবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে পারদ নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে বলেই জানা গেছে।
বুধবার ও শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরসহ সাতটি জেলায় কুয়াশার দাপট থাকবে। কয়েকটি জেলাতেও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ঘন কুয়াশা বজায় থাকবে, দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে।
কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে সপ্তাহান্তে পারদ কিছুটা নামবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকতে পারে বলেই খবর হাওয়া অফিসের। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।