
ওঙ্কার ডেস্কঃ ফেব্রুয়ারির শুরুতে গায়েব শীত। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখীই ছিল। তবে হাওয়া অফিস সূত্রে খবর ফের নামতে পারে পারদ। ফিরতে পারে শীতের আমেজ। অন্যদিকে কয়েকটি জেলায় রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। পরের ২ দিনে উপকূলবর্তী ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করে কমতে পারে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, ফেব্রুয়ারি মাঝেই বিদায় নিতে পারে শীত।
অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির কাছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রির কাছে।