
ওঙ্কার ডেস্ক: শুক্রবার থেকে স্বাভাবিকের তুলনায় পারদ বৃদ্ধি কলকাতায়। সপ্তাহান্তে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শনিবার পর্যন্ত হালকা তুষারপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। ফের মঙ্গলবার বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বেশি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণের জেলাগুলিতে আগামী সপ্তাহ থেকেই গরমের অনুভুত হবে। হাওয়া অফিস সূত্রে খবর, উইকেন্ডে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী দু’দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ।
সপ্তাহান্তেই কলকাতায় কিছুটা তাপমাত্রা বাড়তে শুরু করবে। মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই অনুমান। মার্চের প্রথম সপ্তাহ থেকেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছতে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের।