
ওঙ্কার ডেস্ক: মাঘেও কনকনে ঠাণ্ডা উপভোগ করতে পারেনি রাজ্যবাসী। পশ্চিমী ঝঞ্ঝার বাঁধায় জাঁকিয়ে শীতের আমেজ চলতি সপ্তাহেও পাওয়া যাবে না বরং আগামী দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত শুক্রবার পর্যন্ত শীতের আমেজ থাকবে বলেই খবর হাওয়া অফিসের। বৃহস্পতিবার তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন নেই। শনি ও রবিবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে।তবে শুক্রবার দক্ষিণবঙ্গের ১২টি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা করা হয়েছে। কলকাতাসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান,হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার দাপট থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাসহ পাশের জেলাগুলিতে হালকা থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঘন কুয়াশার দাপটে সকালে কলকাতা বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি কোনও বিমান। কুয়াশার কারণে ব্যাহত ট্রেনপরিষেবাও। শিয়ালদহ এবং হাওড়া থেকে যাওয়া দূরপাল্লার এবং লোকাল ট্রেনগুলিও নির্দিষ্ট সময় থেকে দেড় ঘণ্টা দেরিতে চলছে।