
ওঙ্কার ডেস্ক- শীতের মরশুম শেষ হওয়ার আগে ফের শীতের আমেজ রাজ্যে। সোমবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহেই শীতের বিদায়। মাঘ মাসের শেষে, ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বিদায় বলে অনুমান আবহাওয়াবিদদের।
। দক্ষিণবঙ্গের ৬ জেলা এবং উত্তরবঙ্গের ৪ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম ভারতে ৮ ফেব্রুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে হালকা কুয়াশার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বাকি জেলাতে হালকা কুয়াশা। বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই।
শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।