
দেবাঞ্জলী কুন্ডু চৌধুরী, কলকাতা: আবহাওয়া দফতরের সঙ্গে লুকোচুরি খেলছে বর্ষা। রোজই আশার বাণী শোনাচ্ছে হাওয়া অফিস। কিন্তু কবে নামবে বৃষ্টি ? এই আশায় চাতক পাখির মত বসে রয়েছে দক্ষিণবঙ্গবাসী। স্বাভাবিকভাবেই হাওয়া অফিসের ভবিষ্যৎবাণীর উপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন মানুষজন। যদিও সোমবারও আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে বদলাবে পরিস্থিতি। এবারও এই আশার বাণীতেও ভরসা রাখতে পারছেন না নেট দুনিয়ার মানুষেরা। এই নিয়ে নেট দুনিয়ায় চলছে মিম এবং নানা মশকরা। এখন দক্ষিণ বঙ্গবাসীর অবস্থা আশায় মরে চাষার মতো।