
ওঙ্কার ডেস্ক : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার মধ্যরাতেই বাংলা-ওড়িশার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা।২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টা থেকে শিয়ালদহ থেকে চলবে না কোনও ট্রেন. ট্রেন চলবে না শুক্রবা সকাল ১০ টা পর্যন্ত। শুধু শিয়ালদহ নয়। ২৪ তারিখ হাসনাবাদ ও নামখানা থেকেও সন্ধ্যা ৭টার পর কোনও ট্রেন ছাড়বে না।বৃহস্পতিবার শিয়ালদহ থেকে শেষ ট্রেন পাওয়া যাবে রাত আটটায়।এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
প্রসঙ্গত, মৌসম ভবনের পূর্বাভাস মিলল। বুধবার সকালেই বঙ্গোপসাগরে জন্ম নিল ঘূর্ণিঝড় ‘দানা’। আর ‘দানা’-র জন্ম হতেই উপকূলের আকাশেও মেঘ জমা শুরু,তার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়েছে বাংলা জুড়ে বৃষ্টি। কখনও কখনও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিও হচ্ছে। তবে এসব ট্রেলার বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পারাদ্বীপ থেকে এই মুহূর্তে ৫৬০ কিলোমিটার দূরে রয়েছে দানা। সাগরদ্বীপ থেকে ‘দানা’-র অবস্থান ৬৩০ কিলোমিটার।
বৃহস্পতিবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে ‘দানা’। এরপরই ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হবে এই ‘সিভিয়ার সাইক্লোন’। তার আগে বুধবার রাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় হাওয়ার গতিবেগ থাকবে ১০০ কিলোমিটারের বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।