
তামসী রায় প্রধান, ওঙ্কার: এক নিম্নচাপের জের কাটতে না কাটতেই ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা এবার বঙ্গোপসাগরে। একটি নিম্নচাপ ফুঁসছে। তারইমধ্যে আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিল মৌসম ভবন। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা মঙ্গলবার নাগাদ পরিণত হতে পারে নিম্নচাপে। তারপর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ক্রমশ বাড়াতে থাকবে শক্তি। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে আসতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আইএমডি। এর প্রভাবেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার থেকে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টি হচ্ছে এলোমেলো। আইএমডি জানিয়েছে, শনিবার থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে। বাতাসে জলীয়বাষ্প এবং বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া। ফের নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারের পর রাজ্যজুড়েই আবহাওয়ার পরিবর্তন। বেশি প্রভাব পড়বে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে।