
ওঙ্কার ডেস্ক: মঙ্গলবারের চেয়ে এক লাফে ৩ ডিগ্রি বেড়ে গেল বুধবার ভোরের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল বুধবার থেকেই বঙ্গে বাড়বে তাপমাত্রা। সেইমতো বুধবার ভরে এক ধাক্কায় তিন ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে। এমনকি সরস্বতী পুজোর দিনও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা উপরে থাকতে পারে বলে জানাচ্ছেন আবহবিদেরা।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা ১৯ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই মৌসুমের শুরু থেকেই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হওয়া। বুধবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ধুঁকছে রাজ্যে। এরপর ১লা ফেব্রুয়ারি আবারো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। ফলে এরপর থেকে শুধুই ঊর্ধ্বমুখী হতে চলেছে পারদ।
বুধ ও বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ঝাড়খন্ড মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলা গুলি সহ কলকাতাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে হাওয়া অফিস তরফে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহারে। বুধবার উত্তরের পার্বত্য এলাকায় রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা, সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ।