
তামসী রায় প্রধান,ওঙ্কার বাংলাঃ বুধবার এ মরশুমের কলকাতার শীতলতম দিন। ১০ ডিগ্রির নীচে নেমে গেছে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলে বঙ্গে শীতের দুরন্ত স্পেল।
তামসী রায় প্রধান,ওঙ্কার বাংলাঃ বুধবার এ মরশুমের কলকাতার শীতলতম দিন। ১০ ডিগ্রির নীচে নেমে গেছে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলে বঙ্গে শীতের দুরন্ত স্পেল।