
ওঙ্কার ডেস্ক: শনিবার সকালেও আকাশের মুখ ভার, বৃষ্টি শহর কলকাতা জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। যার জেরে একধাক্কায় তাপমাত্রার পারদ চড়েছে প্রায় ৪ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে আরো জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। নিম্নচাপটি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিম মুখী হয়ে, অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে। আর এই নিম্নচাপের কারণেই ভরা পৌষেও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এখনই। এছাড়াও উত্তর-পশ্চিম ভারতে তৈরি হয়েছে পশ্চিমি ঝঞ্ঝা।
সামনেই বড়দিন। তার আগে বৃষ্টি শুরু হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সকলের। তবে শনিবারের পর আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে এইবারের বড়দিনে বৃষ্টিহীন শুকনো সুন্দর আবহাওয়া উপহার পেতেই পারে বঙ্গবাসী।
তবে বড়দিনে তাপমাত্রা কতটা কমবে, তা নিয়ে রয়েছে সংশয়। বড়দিনে বৃষ্টি না হলেও শীতের তেমন দেখা মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের আমেজ থাকবে, তবে তাপমাত্রার পারদ খুব একটা নামবে না। তাই এবার অল্প শীতেই বড়দিনে সন্তুষ্ট থাকতে হবে বাঙালিকে।