
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ ৪ জুন ভোট গণনার দিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার সারাদিন তীব্র গরম আর মাত্রাতিরিক্ত আদ্রতায় নাকাল হয়েছেন শহরবাসী। রবিবার রাতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী ২ থেকে ৩ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। তবে এখনই বঙ্গে বর্ষা প্রবেশ করবে না, দক্ষিণবঙ্গে। আরও কয়েকদিন আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে । আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী দুদিন পর থেকে। ১০ তারিখের পর দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।
জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩ ও ৪ জুন উত্তর পশ্চিম জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতার ক্ষেত্রে আগামী ২-৩ দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা সর্বোচ্চ কলকাতার ক্ষেত্রে থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি। দিনের তাপমাত্রা আগামী দু’দিন কোন পরিবর্তন হবে না। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উঁচু পার্বত্য জেলাগুলো যেমন কালিংপং এবং দার্জিলিঙে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও ৪ তারিখ অর্থাৎ ভোটের গণনার দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে কলকাতার আবহাওয়া দফতর।