
ওঙ্কার ডেস্ক: মার্চ মাসে গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি আশেপাশে। বেলা বাড়তে রোদের তাপে একেবারে দুর্বিষহ অবস্থা হচ্ছে মানুষের। তবে এই পরিস্থিতির থেকে এবার কিছুটা স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, বৃহস্পতিবার বিকেলের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হতে পারে কালবৈশাখীও। এমনকি কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হইতে পারে। দক্ষিণবঙ্গের ঝারগ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলেই জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকছে। যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেতে পারে বঙ্গবাসী বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস তরফে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাওয়ার গতিবেগ বেশি থাকার সম্ভাবনা রয়েছে।