
ওঙ্কার ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে মেঘাচ্ছন্ন আকাশ। হাওয়া অফিস সূত্রে খবর, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার শহর রাজ্যের ৮টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তার সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর এই সাতটি জেলায় ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারের পাশাপাশি রবিবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ঝড় বৃষ্টির কারণে এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি কমে গিয়েছে কলকাতার তাপমাত্রা। তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নিচে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়। শনিবারের পাশাপাশি রবিবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।