
ওঙ্কার ডেস্ক: চৈত্রের শুরুতেই গরমের নাজেহাল মানুষ। দক্ষিণবঙ্গের বহু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রীর কাছাকাছি। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। এই ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। আজ বুধবার সন্ধ্যে থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টি। তার সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পূর্ব অসমে সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। তারই সঙ্গে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। এইসবের কারণেই আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ৫টি জেলায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে কালবৈশাখী। শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যার জিরে ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। আবহাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহান্তে এক ধাক্কায় একেবারে ৪ থেকে ৫ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে তাপমাত্রা।