
ওঙ্কার নিউজ ডেস্ক: মকর সংক্রান্তির আগে পড়বে জাঁকিয়ে ঠান্ডা। রীতি হিসেবে এমনই চলে আসছে। সেই কারণেই এবারও অনেকে আশা করেছিলেন, এবছরও মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা অনুভব করতে পারবে বাঙালি।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসে জাঁকিয়ে শীত অনুভব করছে বাঙালি। তবে কি শীতের খামখেয়ালিপনা শেষ হল! শুক্রবার পারদ নামতে জাঁকিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী।
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে অন্যান্য বছর ডিসেম্বর- জানুয়ারি মাসে যেভাবে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকে, এবছর শীতের খামখেয়ালিপনার কারণে তা ব্যাহত হচ্ছে। শীত পড়লেও এবারও তা স্থায়ী হবে না। শীতের আমেজ থাকবে শনিবার পর্যন্ত। রবিবার থেকে আবারও ঘুরবে তাপমাত্রার চাকা। নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের উধাও হতে চলেছে শীত। সেই কারণে পৌষ সংক্রান্তিতেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই এবছর।
এই সপ্তাহের শনিবার পর্যন্ত থাকবে শীতের আমেজ। রবিবার থেকে ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদ চড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।