
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি, : তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী. স্বস্তি নেই বন্যপ্রাণীদেরও. জঙ্গল ছেড়ে হাতির ঠিকানা এখন তিস্তা ক্যানালে। এদিকে, একপ্রকার প্রকাশ্যেই চলছে ডুয়ার্সে বন নিধনের কর্মকাণ্ড, যে কারণে দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই শীতল উত্তরের পরিবেশেও থাবা বসিয়েছে গরম. এবার সেই গরমের হাত থেকে রেহাই পেতে জঙ্গল ছেড়ে বন্যপ্রাণের নতুন ঠিকানা হয়ে উঠছে বৈকুণ্ঠপুর জঙ্গল ঘেঁষা তিস্তা ব্যারাজের গজলডোবা ক্যানাল। জলকেলিতে মাতছে হাতির দল. বিগত কয়েক দিন ধরেই একপাল হাতিকে ক্যানালের জলে নেমে জলকেলি করার দৃশ্য বন্দী হচ্ছে পর্যটক থেকে এলাকাবাসীর ক্যামেরার লেন্সে।