
ওঙ্কার ডেস্ক: বুধবার আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে আগামী সপ্তাহের সোমবার থেকেই বাড়বে তাপমাত্রা। জানা গিয়েছে, আপাতত কদিন শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে। আগামী দু’দিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। আপাতত পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবেউত্তরবঙ্গে শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সতর্কতা হয়েছে।