
ওঙ্কার ডেস্ক : সবে মাঝ ফেব্রুয়ারি। তারই মধ্যে উধাও শীত। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ সহ দক্ষিণের ছ’টি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বেশি। গত সপ্তাহের শুক্রবার এবং শনিবার তাপমাত্রা হঠাৎই বেশ খানিকটা কমে যায়। তারপর রবিবার থেকে আবারও চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। আবহাওয়া অফিসের তরফে বুধ এবং বৃহস্পতিবার এইসব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। এর পাশাপাশি কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টিপাত চলতে পারে সপ্তাহের শেষ পর্যন্ত।
হরিয়ানা এবং গুরুগ্রামে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আবার মঙ্গলবারের মধ্যে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। যার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙে। দার্জিলিঙে সোমবার এবং কালিম্পঙে বুধবার থেকে বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে। তারই সঙ্গে সকালের দিকে থাকবে কুয়াশার প্রভাব।